Ad
বিনোদন

পোশাকহীন অবস্থায় নায়িকা, গোপন অঙ্গ ঢাকলেন টুপি তে

এই বিজ্ঞাপনের পরে আরও খবর রয়েছে

দীর্ঘদিন ধরেই বলিউডে কাজ করছেন অভিনেত্রী শামা সিকন্দর। ইউটিউবে শর্ট ফিল্ম থেকে শুরু করে বলিউডেও দেখতে পাওয়া যায় শামা কে।

সোশ্যাল মিডিয়ায় লক্ষাধিক ফ্যান রয়েছে শামার, সেখানে মাঝেমধ্যেই তিনি আপলোড করে থাকেন নিত্যনতুন ছবি এবং ভিডিও যার জেরে তিনি নেটিজেনদের মধ্যেও ভাইরাল হয়ে যান।

Ad

 

View this post on Instagram

 

A post shared by Shama Sikander (@shamasikander)

সম্প্রতি তিনি আপলোড করেছেন এমন এক ছবি যেখানে শামা কে পোশাকহীন অবস্থায় দেখা যাচ্ছে এবং শরীর ঢেকেছেন শুধুই একটি টুপি তে। এমন ছবি যে মুহূর্তেই ভাইরাল হবে সোশ্যাল মিডিয়ায় তা আর বলার অপেক্ষা রাখে না। শুধু ভাইরাল হওয়াই নয় এই ছবির কমেন্ট বক্সে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন শামার ভক্তরা। দেখে নিন সেই ছবি।

আরও পড়ুন