Ad
বিনোদন

ফিরছে শক্তিমান এবার বড়পর্দায়, জানালেন মুকেশ খান্না নিজেই

এই বিজ্ঞাপনের পরে আরও খবর রয়েছে

শক্তিমান নস্ট্যালজিক হয়ে পড়ার জন্য নামটাই যথেষ্ট। ৯০ এর দশকে দুরদর্শনের এই সুপার হিরাের নাম কচি – কাচাদের মুখে মুখে ঘুরত। শুধু রবিবার ১২ টা বাজার অপেক্ষা। ঘরে ঘরে হাজির হয়ে যেত এই সুপার হিরাে।

লকডাউনের পর্বে ফের একবার সেই পুরনাে এপিসােডগুলি ফিরিয়ে এনেছিলেন দুরদর্শন কর্তৃপক্ষ। অবাক কাণ্ড ! এত বছর পরও সেই একই উন্মাদনা। ভালােবাসার সেই চেনা ছবি। তাই নতুন করে ফের তাকে হাজির করার প্রস্তুতি শুরু হয়েছে। তবে এবার আর ছােট পর্দায় নয়, বড় পর্দায় নতুন রূপে।

Ad

এ কথা জানিয়েছেন খােদ ‘শক্তিমান’ তথা মুকেশ খান্নাই। জানিয়েছেন, শক্তিমানকে নিয়ে তৈরি হচ্ছে তিনটি সিনেমার এই সিরিজ বা ট্রিলজি। সব কিছু ঠিক থাকলে ২০২১ – এ ট্রিলজির প্রথম ছবির শুটিং শুরু হয়ে যেতে পারে। পশাপাশি, শক্তিমানকে ভারতীয় বিনােদন জগতের প্রথম সুপার হিরাে বলেও উল্লেখ করেন মুকেশ খান্না।

আরও পড়ুন