Ad
দুর্গাপুজো ২০২১

খুঁটি পুজোর মাধ্যমে ৫৬ বর্ষের পূজা প্রস্তুতি শুরু করল নিশিগঞ্জ দীপ্তি সংঘ, এবছরও থাকবে বিশেষ থিম 

এই বিজ্ঞাপনের পরে আরও খবর রয়েছে

ইউবিজি নিউজ, বাবাই সরকার :- বাঙ্গালীর শ্রেষ্ঠ উৎসব এর আর হাতে গোনা কয়েকটি দিন বাকি। তবে করোনা আবহের জন্য এবছর পুজো কমিটি গুলির পূজা প্রস্তুতি অনেকটাই দেরিতে শুরু হয়েছে।

আজ মাথাভাঙা 2 নং ব্লক এর নিশিগঞ্জ দীপ্তি সংঘ দুর্গাপূজা কমিটি খুঁটি পূজার মধ্যে তাদের 56 বর্ষের পূজা প্রস্তুতি শুরু করে দিল। এবছরও থিম এর পূজা করে দর্শনার্থীদের চমক দেবে বলে জানা গেছে। এবছর করোনা স্বাস্থ্য বিধি মেনেই পূজা হবে বলে জানান পূজা কমিটির সদস্যরা।

Ad

পুজোর প্রতিটি দিন মাস্ক বিতরণ, সচেতনতামূলক প্রচার করা হবে। এদিন খুঁটি পূজার দিন উপস্থিত ছিলেন কমিটির সকল সদস্যরা।

গতবছর করোনার পরিস্থিতি ভয়াবহ ছিল,আমরা তাও স্বাস্থ্যবিধি মেনে মানুষকে সচেতন করতে পূজার আয়োজন করেছিলাম।

পূজা কমিটির সক্রিয় সদস্য তনয় দে জানান, করোনা আবহে সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে আমরা পুজো করতে চলেছি। আজ খুঁটি পূজার মাধ্যমে আমাদের পূজা প্রস্তুতি শুরু হল। পূজায় সকল দর্শনার্থীদের মাস্ক পড়ে আসার আবেদন জানাচ্ছি।

আরও পড়ুন