Ad
দক্ষিণ দিনাজপুর

পূজার আগে অবৈধ টোটো ও রেজিস্ট্রেশনহীন ই-রিক্সার বিরুদ্ধে অভিযান, আর্থিক সমস্যায় বহু টোটো চালক

এই বিজ্ঞাপনের পরে আরও খবর রয়েছে

দক্ষিণ দিনাজপুর, ২৬ সেপ্টেম্বরঃ পূজার আগে অবৈধ টোটো ও রেজিস্ট্রেশনহীন ই-রিক্সার বিরুদ্ধে অভিযানে নামল বালুরঘাট আঞ্চলিক পরিবহন দপ্তর। বালুরঘাট আঞ্চলিক পরিবহন দপ্তর থেকে এদিন অভিযানে নেমে অবৈধ টোটো ও রেজিস্ট্রেশনহীন ই-রিক্সাগুলিকে আটক করা হয়।

শনিবার বালুরঘাট আঞ্চলিক পরিবহন দপ্তর ও বালুরঘাট থানার পুলিশ যৌথভাবে ধরপাকড় শুরু করে। এদিন প্রায় ৫০ টি নম্বর বিহীন টোটো আটক করা হয়।

Ad

শনিবার দুপুরে বালুরঘাট থানা মোড়ে জেলা আঞ্চলিক পরিবহন আধিকারিক (আরটিও) সন্দীপ সাহা নিজে ধরপাকড় অভিযানে নামেন। মূলত বালুরঘাট শহরে যানজট রুখতে, অবৈধ টোটো চলাচল বন্ধ এবং রেজিস্ট্রেশনহীন ই-রিকশাগুলিকে রেজিস্ট্রেশন করার জন্য এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

তবে রেজিস্ট্রেশনহীন ই-রিকশাগুলিকে, পরিচয়পত্র দেখিয়ে রেজিস্ট্রেশন করার সুযোগ দেওয়া হবে। এই রেজিস্ট্রেশনের পর ব্লক ভিত্তিক চলাচলের অনুমতি পাবে রেজিস্ট্রেশনযুক্ত ই-রিকশাগুলি।

তবে বালুরঘাট শহরকে যানজট মুক্ত করতে সরকারি নির্দেশে ধরপাকড় শুরু হলেও, করোনা আবহে এই অভিযানের ফলে পূজার ঠিকে আগে আর্থিক সমস্যায় পড়বেন বহু টোটো চালক।

আরও পড়ুন