Ad
করোনা ভাইরাস

করোনায় মৃত্যু তবলিয়া শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়ের, নেওয়া হয়েছিল ভ্যাকসিনের দুটি ডোজই

এই বিজ্ঞাপনের পরে আরও খবর রয়েছে

ইউবিজি নিউজ ডেস্ক : কিছুদিন আগেই শোনা গিয়েছিল করোনায় আক্রান্ত হয়ে গত ২০ জুন থেকে হাসপাতালে ভর্তি ছিলেন বিশিষ্ট তবলিয়া শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়।

পরে অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে একমো সাপোর্টেও রাখা হয়েছিল। কিন্তু তারপরও হল না সুরাহা। বুধবার কলকাতার বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি।

Ad

শিল্পী ভর্তি হওয়ার পর শুভানুধ্যায়ীরা নেটমাধ্যমে তহবিল সংগ্রহের আবেদন জানিয়েছিলেন। তবে শুভঙ্করের পরিবারের তরফে তহবিল সংগ্রহের জন্য কোনও প্রচেষ্টা নেওয়া হয়নি।

এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তাঁর ছেলে আর্চিক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, ‘শুরুতে আমরা চাইনি বাবার নামে এমন একটা তহবিল সংগ্রহের আবেদন চালু হয়ে ভাইরাল হয়ে যাক। কিন্তু তার পর বিভিন্ন শিল্পীর সঙ্গে কথা বলে আমরা সহমত হয়েছি যে, এই তহবিল চলুক।’

তবে জানা গিয়েছে, করোনার পর ভ্যাকসিনের দুটি ডোজই নিয়েছিলেন তিনি। কিন্তু তারপরও হল না শেষ রক্ষা।

পণ্ডিত রবিশঙ্কর, ওস্তাদ আমজাদ আলি খান, পণ্ডিত হরিপ্রসাদ চৌরাশিয়া, পণ্ডিত বিরজু মহারাজ প্রমুখ শিল্পীদের সঙ্গে একই মঞ্চে অনুষ্ঠান করেছেন শুভঙ্কর। তা ছাড়া বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে ‘সঙ্গীত সম্মান’ এবং ‘সঙ্গীত মহা সম্মান’ পুরস্কার গ্রহণ করেছেন প্রয়াত শিল্পী।

আরও পড়ুন