Ad
কোচবিহার

কোচবিহার শহরে ফের মহিলার গলার সোনার হার ছিনতাই করে পালালো ২ দুষ্কৃতি, চাঞ্চল্য জেলা জুড়ে

এই বিজ্ঞাপনের পরে আরও খবর রয়েছে

কোচবিহার, ২ আগস্টঃ গলার সোনার হার ছিনতাই করে পালালো ২ দুষ্কৃতি। ঘটনাটি ঘটে কোচবিহার শহরের সংহতি মোড় সংলগ্ন এলাকায়।

জানা যায়, শনিবার বিকেল নাগাদ কোচবিহার শহরের সংহতি মোড় সংলগ্ন এলাকায় বাইকে করে এসে ২ যুবক এক মহিলার গলার সোনার মালা ছিনতাই করে চম্পট দেয়। রবিবার ওই মহিলা এবং তাঁর এক আত্মীয় কোচবিহার কোতোয়ালি থানায় গিয়ে লিখিত অভিযোগ জানায়।

Ad

কোতোয়ালি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই মহিলার নাম উত্তরা গুহ পাল। সে সংহতি মোড় এলাকার বাসিন্দা। প্রত্যেক শনিবার বিকেলে তিনি পাশেই তাঁর ননদের বাড়িতে যান। একটু দেরিতে হলেও ননদের বাড়িতে যাওয়ার জন্য নিজের বাড়ি থেকে বের হয়েছিলেন। বাড়ি থেকে বের হয়ে কয়েক পা হাটতেই মোটরসাইকেলে করে দুজন এসে তাঁর গলায় থাকা সোনার হার তান দিয়ে ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়।

উত্তরা বলেন, “পরে জানতে পেরেছি ওই মোটরসাইকেল নিয়ে বেশ কিছুক্ষণ ধরেই অপেক্ষা করছিল দুই যুবক। আমি বাড়ি থেকে বের হতেই এমন ঘটনা ঘটল।”

উত্তরা দেবীর এক আত্মীয় নির্মল দাসের কথায়, “করোনা লকডাউনের সময় থেকেই কোচবিহারে ছনিতাইয়ের ঘটনা ঘটছে। এটা খুব উদ্বেগের। আমরা চাই পুলিশ অভিযুক্তদের খুঁজে বের করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করুক।”

আরও পড়ুন