Ad
কোচবিহার

নেই প্রশাসনের অনুমতি তবুও রাসমেলাতে চলছে বিভিন্ন নাগরদোলা

এই বিজ্ঞাপনের পরে আরও খবর রয়েছে

কোচবিহার: সরকারি কোনো রকম অনুমতি ছাড়াই রাস মেলায় চলছে নাগরদোলা, জিগজাগ, জিগজাগ ডান্স, নৌকা, ড্রাগন সহ অন্যান্য মনোরঞ্জন সামগ্রী। এদিনই কোচবিহার জেলা পূর্ত দপ্তর সূত্রে এমনটাই জানানো হয়েছে।

যদিওবা এই বিষয়ে সঠিক কোন তথ্য পাওয়া যায়নি মহকুমা প্রশাসন সূত্রে। কি করে সরকারি অনুমোদন ছাড়াই এইভাবে মনোরঞ্জন সামগ্রী এনে মেলায় নিজেদের ব্যবসা শুরু করল তা নিয়ে রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে।
এমনকি নাগরদোলা সহ অন্যান্য মনোরঞ্জন সামগ্রিক মালিকদেরও প্রশ্ন করা হলে তারা কোন রকম সৎ উত্তর দিতে পারে নি।
তারা সরাসরি বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। চলতি বছর করোনা আবহের কারণে কিছুটা হলেও শিথিল হয়েছে রাসমেলা। অথচ মেলার মাঠের চেহারা দেখে সেটা বোঝার উপায় নেই।

Ad

মানুষের ভিড় কম হওয়া বাদ দিলে বাকি সবটাই রয়েছে আগের মত। প্রতিবছরের মতো এবার ও এসে পৌঁছেছে মনোরঞ্জন সামগ্রী। কিন্তু অভিযোগ কোনো অনুমোদন মেলেনি তাদের। এক সপ্তাহ পাড় হলেও এখনো কেন পূর্ত দপ্তর থেকে অনুমতি পেলেন না এই সব মনোরঞ্জনের সামগ্রী গুলি, আর অনুমতি ছাড়াই কি ভাবেই বা চালু হলো এই সব মনরঞ্জএর সামগ্রী গুলি। প্রশাসন সহ মনোরঞ্জন এর মালিক দের থেকে কোনো উত্তর পাওয়া যায়নি।

আরও পড়ুন