Ad
কোচবিহার

সিতাই এর চামটা অঞ্চলে অঞ্চল কমিটি গঠন করল বিধায়ক

এই বিজ্ঞাপনের পরে আরও খবর রয়েছে

UBG NEWS, সিতাই : সিতাই বিধানসভা এলাকার চামটা অঞ্চলে কর্মী সভা করে নতুন অঞ্চল কমিটি গঠন করলো সিতাই বিধান সভা কেন্দ্রের বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। মঙ্গল বার চামটা এলাকায় এই কর্মীসভা অনুষ্ঠিত হয়।

এলাকার বিধায়ক ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন সিতাই বিধানসভা কেন্দ্রের যুব নেতা বিশু রায় প্রামানিক ও অন্যান্য নেতৃত্ব।

Ad

এদিন কর্মীসভা থেকে জাবেদ আলী মিয়াকে প্রেসিডেন্ট ও বিন তুঘলক মিয়াকে ওয়ার্কিং প্রেসিডেন্ট করে এই কমিটি গঠন করা হয়। কর্মী সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বলেন,” দলকে সংগঠিত করে কাজ করতে হবে। তাহলেই অঞ্চল নেতৃত্বকে উঠে আসা যাবে। মানুষের জন্য কাজ করতে হলে এখন তৃণমূলের থেকে কাজ করতে হবে কারণ বামফ্রন্ট আর বিজেপি মানুষের জন্য কোন কাজ করে না”।

এদিনের কর্মী সভা কে ঘিরে কর্মীদের মধ্যে উৎসাহ ছিল যথেষ্ট।

আরও পড়ুন