Ad
কোচবিহার

কোচবিহারে তৃণমূলের পার্টি অফিস ভাংচুরের ঘটনাকে ঘিরে উত্তেজনা

এই বিজ্ঞাপনের পরে আরও খবর রয়েছে

UBG NEWS, কোচবিহার ও দিনহাটা – তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ভাঙচুরের ঘটনায় উত্তেজনা ছড়াল কোচবিহারের দিনহাটা ১ নম্বর ব্লকের ভেটাগুড়ি এলাকায়।

মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। অভিযোগের তির বিজেপির দিকে। যদিও বিজেপির তরফ থেকে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগকে অস্বীকার করা হয়েছে।

Ad

ঘটনার বিবরণে জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় দিনহাটার ভেটাগুড়ি বাজারে পার্টি অফিসে এক দল তৃণমূল কর্মী সভা করছিল। সেই সময় একদল দুষ্কৃতী রীতিমতো লাঠিসোটা নিয়ে সেখানে চড়াও হয় এবং অফিসে ঢুকে অফিসের আসবাবপত্র ভাঙচুর করে।

এছাড়াও অফিসের সামনে থাকা একটি মোটরবাইকও ভাঙচুর করে তারা। খবর পেয়ে এক বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে ছুটে যায়। কিন্তু কেউ গ্রেফতার হয়নি।

এ বিষয়ে তৃণমূলের অভিযোগ, এলাকায় সন্ত্রাস সৃষ্টি করার জন্য বিজেপির একদল দুষ্কৃতী এই ঘটনা ঘটিয়েছে। অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে তৃণমূল।

এ বিষয়ে বিজেপির তরফ থেকে বলা হয়েছে এই ঘটনার সঙ্গে বিজেপির কোন কর্মী জড়িত নেই। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ফলে এ ঘটনা ঘটেছে। বিজেপির বিরুদ্ধে তৃণমূলের তরফ থেকে মিথ্যে অভিযোগ তোলা হয়েছে।

আরও পড়ুন