Ad
কোচবিহার

কোচবিহারে উচ্চ মাধ্যমিকের নম্বর বিভ্রান্তি নিয়ে ছাত্র বিক্ষোভ অব্যাহত, নম্বর বাড়ানোর জন্য প্রধান শিক্ষকের ঘরে বিক্ষোভ দেখাল ছাত্র-ছাত্রীরা

এই বিজ্ঞাপনের পরে আরও খবর রয়েছে

কোচবিহার, ২৮ জুলাইঃ উচ্চ মাধ্যমিকের নম্বর বিভ্রান্তি নিয়ে ছাত্র বিক্ষোভ অব্যাহত কোচবিহারে।

আজ কোচবিহারের খাগড়াবাড়ি হরেন্দ্র চন্দ্র বিদ্যা মন্দিরের ছাত্রছাত্রীরা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ঘরে বিক্ষোভ দেখায়। তাদের অভিযোগ, তাদের প্রত্যাশা মত নম্বর আসেনি উচ্চ মাধ্যমিকে।

Ad

বিদ্যালয়ের ছাত্র প্রিতম দাস বলেন, উচ্চ মাধ্যমিকের নম্বর খুব কম এসেছে, যার জেরে কলেজে ভর্তি হতে খুবই সমস্যায় পড়তে হবে। স্কুল কর্তৃপক্ষকে বলা হলে তারা নম্বর বাড়াতে রাজি নন। অথচ অন্য স্কুলে নম্বর বাড়ানোর জন্য শিক্ষকশিক্ষিকরা চেষ্টা করে যাচ্ছেন। সেই কারণেই প্রধান শিক্ষকের ঘরে বিক্ষোভ দেখানো হয়েছে।

বিদ্যালয়ের ওপর এক ছাত্রী জানান, ‘স্কুলে আমাদের প্র্যাকটিক্যালে খুবই কম নম্বর দিয়েছে যার জেরে আমাদের ফাইনাল মার্কশিটেও কম নম্বর এসেছে। তাই আজকে আমরা আমাদের প্রধান শিক্ষকের ঘরে আমাদের নম্বর বাড়ানোর জন্য বিক্ষোভ দেখালাম, এর পরেও যদি স্কুল কর্তৃপক্ষ আমাদের নম্বর না বাড়ায় তাহলে আর আমাদের ভালো উচ্চ শিক্ষা গ্রহণ করা সম্ভব হয়ে উঠবে না।’ অন্যদিকে এবিষয়ে স্কুল কর্তৃপক্ষের কোন প্রতিক্রিয়া পাওয়া যায় নি।’

আরও পড়ুন