UBG NEWS, কোচবিহার, ২১ জানুয়ারিঃ ফের লাঠি হাতে রাস্তায় কোচবিহার কোতোয়ালি থানার আইসি সৌম্যজিৎ রায়। বৃহস্পতিবার রাতে লাঠি হাতে কোচবিহার শহর দাপিয়ে বেড়ালেন আইসি সৌম্যজিৎ রায়।
এদিন তিনি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পুলিশ ফোর্স নিয়ে উপস্থিত হন এবং টোটো, বাইক সহ চার চাকার যানবাহনে তল্লাশি চালায়।
সামনেই প্রজাতন্ত্র দিবস এবং তারপরেই বিধানসভা ভোট। তার আগে লাগাতার কোচবিহার কোতোয়ালি থানার পুলিশের এই অভিযান তাৎপর্যপূর্ণ বলে মনে করছে কোচবিহারবাসি। বেশ কিছুদিন ধরে অভিযান চালিয়ে কোচবিহার জেলার বিভিন্ন জায়গা থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করছে জেলা পুলিশ।
প্রসঙ্গত বেশ কিছুদিন ধরে অভিযান চালিয়ে কোচবিহার জেলার বিভিন্ন জায়গা থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে জেলা পুলিশ।
সামনেই বিধানসভা ভোট, তার আগে জেলাকে নিরাপত্তার চাদরে মুড়তে তৎপর জেলা পুলিশ। তাই শহরে দুষ্কৃতী দমনে তৎপর ভূমিকায় ফের রাস্তায় নামলেন সৌম্যজিৎ বাবু।