Ad
কোচবিহার

সপ্তম বর্ষের পুজোর প্রস্তুতি খুঁটি পুজোর মাধ্যমে শুরু করল সাতমাইল পশ্চিমপাড়া পুজো কমিটি

এই বিজ্ঞাপনের পরে আরও খবর রয়েছে

ইউবিজি নিউজ ব্যুরো : করোনা আবহে ঢাকে পড়ল কাঠি। কিছুটা দুশ্চিন্তা এবং প্রচুর উত্‍সাহ ও উদ্যোগ নিয়ে খুঁটিপুজো সেরে ফেলল সাতমাইল পুর্বপড়া । করোনা আবহের জন্য এবছর পুজো কমিটি গুলির পূজা প্রস্তুতি অনেকটাই দেরিতে শুরু হয়েছে।

করোনা পরিস্থিতি বারবার পরিবর্তন হচ্ছে। । গত বছরের মত এ বছরও করোনা পরিস্থিতি উদ্বেগ বাড়াচ্ছে ক্লাব কর্তৃপক্ষ।

Ad

আজ কোচবিহার ১ নং ব্লক এর সাতমাইল বাজারের লাগোয়া সাতমাইল পুর্বপড়ার দুর্গাপূজা কমিটি খুঁটি পূজার মধ্যে তাদের ৭ তম বর্ষের পূজা প্রস্তুতি শুরু করে দিল।

এবছরও করোনা স্বাস্থ্য বিধি মেনেই পূজা হবে বলে জানান পূজা কমিটির সদস্যরা। পুজোর প্রতিটি দিন মাস্ক বিতরণ, সচেতনতামূলক প্রচার করা হবে। এদিন খুঁটি পূজার দিন উপস্থিত ছিলেন কমিটির সকল সদস্যরা।

পূজা কমিটির সভাপতি সঞ্জয় রায় জানান, করোনা আবহে সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে আমরা পুজো করতে চলেছি। আজ খুঁটি পূজার মাধ্যমে আমাদের পূজা প্রস্তুতি শুরু হল। পূজায় সকল দর্শনার্থীদের মাস্ক পড়ে আসার আবেদন জানাচ্ছি।

আরও পড়ুন