Ad
উত্তরবঙ্গকোচবিহার

কোচবিহারে গাঁজা চাষের বিরুদ্ধে লাগাতার অভিযান পুলিশের, মিলছে সফলতা

এই বিজ্ঞাপনের পরে আরও খবর রয়েছে

ইউবিজি নিউজ ব্যুরো : কোচবিহারে লাগাতার গাঁজা চাষের বিরুদ্ধে অভিযান জেলা পুলিশের। লাগাতার মিলছে সফলতা।

মঙ্গলবার চান্দামারী গ্রাম পঞ্চায়েতের রাজপুর ও বৈরাতী গ্রামে অভিযান চালিয়ে প্রায় ৫০ বিঘা জমির অপরিনত গাঁজা গাছ নষ্ট করে পুড়িয়ে দেয় কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। জমির মালিকদের পাওয়া না গেলেও চাষ হওয়া সমস্ত গাঁজা গাছ কেটে সাফ করে দেয় পুলিশের বিশেষ টিম।

Ad

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা না হলেও, গাঁজা চাষ ও মাদক দ্রব্য উত্‍পাদন রুখতে পুলিশের বিশেষ টিম টিম কাজ করে যাবে জেলাজুড়ে।

আরও পড়ুন