Ad
কোচবিহার

নিশিগঞ্জ মদন মোহন বাড়ির  দুর্গাপূজা কমিটি খুঁটি পূজার মধ্যে তাদের  ১০৬ বর্ষের পূজা প্রস্তুতি শুরু করে দিল

এই বিজ্ঞাপনের পরে আরও খবর রয়েছে

বাবাই সরকার :- ঢাকের বাদ্যির ঢ্যাম কুরাকুর ঢ্যাম কুরাকুর আর মাত্র কয়েকটিদিন বাকি এসময় বাঙালীসহ উৎসবপ্রেমী সকলেই দেবী দশভূজার আরাধনায় ব্রতী হয়। যদিও করোনা আবহ তবুও পুজো কমিটি গুলি পূজো প্রস্তুতি দেরিতে হলেও শুরু করে দিয়েছে।

আজ মাথাভাঙা 2 নং ব্লক এর নিশিগঞ্জ মদন মোহন বাড়ির  দুর্গাপূজা কমিটি খুঁটি পূজার মধ্যে তাদের  ১০৬ বর্ষের পূজা প্রস্তুতি শুরু করে দিল। এবছর করোনা স্বাস্থ্য বিধি মেনেই পূজা হবে বলে জানান পূজা কমিটির সদস্যরা। পুজোর প্রতিটি দিন মাস্ক বিতরণ, সচেতনতামূলক প্রচার এবং মন্ডব প্রাঙ্গণে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হবে।

Ad

এদিন খুঁটি পূজায় উপস্থিত ছিলেন কমিটির সকল সদস্যরা। পূজা কমিটির সম্পাদক পিন্টু সরকার বলেন
গতবছর করোনার পরিস্থিতি ভয়াবহ ছিল,আমরা তাও স্বাস্থ্যবিধি মেনে মানুষকে সচেতন করতে পূজার আয়োজন করেছিলাম।

পূজার কমিটির সভাপতি নিরুপম মল্লিক জানান, করোনা আবহে সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে আমরা পুজো করতে চলেছি। আজ খুঁটি পূজার মাধ্যমে আমাদের পূজা প্রস্তুতি শুরু হল। পূজায় সকল দর্শনার্থীদের মাস্ক পড়ে আসার আবেদন জানাচ্ছি।

আরও পড়ুন