Ad
কোচবিহার

টানা রোদের পরেই বৃষ্টিতে ভাসল কোচবিহার, খুশি শহরবাসী

এই বিজ্ঞাপনের পরে আরও খবর রয়েছে

কোচবিহার: কয়েক দিনের কড়  রোদর তাপ দাহের পর শান্তির বৃষ্টিতে রক্ষা পেল শহরবাসী।

মঙ্গলবার দুপুরে হটাৎ করেই আকাশের মুখ ভার হতে দেখেই খুশি হন মানুষ জন। কিছুক্ষণ এর মধ্যেই ঝড় হওয়ার সাথে মুসুল ধারে শুরু হয় বৃষ্টি।

Ad

তবে পূজার আগেই বৃষ্টিতে আতঙ্কে রয়েছে ব্যবসায়িরা। দক্ষিণবঙ্গে বৃষ্টির জেরে খোদ শহর কলকাতা জল মগ্ন।

যদি এমন ভাবেই টানা বৃষ্টি হতে থাকে তাহলে এই অবস্থা হবে এই দিকেও।

সব মিলিয়ে হটাৎ করে বৃষ্টি নামাতে গরম এর হাত থেকে রেহাই পেয়ে খুশি শহরবাসি।

আরও পড়ুন