Ad
কোচবিহার

দিনহাটায় মানসিক অবসাদে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা যুবকের, এলাকায় শোকের ছায়া

এই বিজ্ঞাপনের পরে আরও খবর রয়েছে

UBG NEWS, দিনহাটা: পারিবারিক অশান্তির জেরে মানসিক অবসাদে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলেন এক যুবক,এলাকায় শোকের ছায়া।ঘটনাটি ঘটেছে দিনহাটা ২ নং ব্লকের বামনহাট পাথরসন এলাকায়।

মৃত ওই যুবকের নাম রফিকুল মিয়া ।বয়স ২৬ বছর ।পরিবার সূত্রে জানা গেছে কিছুদিন থেকে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। গতকাল সকাল ১০টা ,নাগাত বাড়ি থেকে বেরহন ওই যুবক। অনেক খোঁজাখুঁজি করলেও তাকে পাওয়া যায়নি।

Ad

বৃহস্পতিবার সকালে বাড়ির পেছনে বাঁশ ঝারে তার ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় পরিবারের লোকজন। প্রাথমিকভাবে অনুমান পরিবারের সঙ্গে কিছুদিন থেকে ঝামেলা চলছিল তার। গতকাল রাতে পরিবারের সদস্যদের সঙ্গে বচসা হয় এরপর বাড়ি থেকে বেরিয়ে য়ায় ওই যুবক।

এর পরই আত্মহত্যা করেন তিনি। সকালে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন নয়ারহাট ফাঁড়ির পুলিশ । মৃতদেহটি উদ্ধার করে কোচবিহারে ময়নাতদন্তের জন্য পাঠান হয় ।ঘটনার তদন্ত শুরু করে পুলিশ।

আরও পড়ুন