Ad
কোচবিহার

কোচবিহার জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইনের মাঠে টেনিশ কোডের উদ্বোধন করলেন আইজি নর্থ বেঙ্গল ডি পি সিং

এই বিজ্ঞাপনের পরে আরও খবর রয়েছে

UBG NEWS, কোচবিহার: রাজ্যের প্রত্যেকটি জেলার পাশাপাশি কোচবিহার জেলা পুলিশের উদ্যোগে উদ্বোধন করা হলো টেনিশ কোডের। শুক্রবার কোচবিহার পুলিশ লাইনের মাঠে এই টেনিশ কোডের উদ্বোধন হয়।

এদিনের এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন শিলিগুড়িতে অবস্থিত উত্তরবঙ্গ জোনের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ ডি পি সিং, এছাড়াও উপস্থিত ছিলেন কোচবিহার জেলার পুলিশ সুপার সুমিত কুমার সহ অন্যান্যরা।

Ad

কোচবিহার জেলার পুলিশ সুপারের তত্বাবধানে একটি টেনিশ একাডেমী খোলার উদ্দ্যোগ নেওয়া হয় এদিন। যেখানে বাইরে থেকে ছেলে মেয়েরা এসে এখানে তাদের টেনিশ অনুশীলন করতে পারবে। এছাড়াও জেলার বিভিন্ন পুলিশ কোয়াটার গুলি এতদিন অনাদরে ও ভগ্নদশায় পড়েছিল। সেগুলিকেও ঠিক করে তা পুলিশদের বসবাসের যোগ্য করে তোলা হয়।

পাশাপাশি কোচবিহার পুলিশ লাইনে একটি গ্রিন জেনারেটরের উদ্দ্যোগও গ্রহন করা হয়। সিতাইয়ের পুলিশ কোয়াটারগুলিকে রক্ষনাবেক্ষনের কাজ শুরু হয়েছে। এছাড়াও দিনহাটা থানায় একটি ইনভেন্টিগেশন রুম খোলা হয়েছে বলেও জানা গেছে।

আরও পড়ুন