UBG NEWS, দিনহাটা- চুরি যাওয়া একটি মোটরবাইক ও ত্রিশটি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিক দের হাতে তুলে দিল দিনহাটা থানার পুলিশ।
বুধবার দিনহাটা থানার কনফারেন্স হলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সেগুলি তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন দিনহাটা থানার আইসি সঞ্জয় দত্ত ছাড়াও অন্যান্য পুলিশ আধিকারিকরা।
এদিন এই বাইক ও মোবাইল ফোনগুলি তুলে দেওয়ার সময় পুলিশ আধিকারিকগণ বলেন, অপরাধ দমন করতে পুলিশ লাগাতারভাবে কাজ করে চলেছে।
ইতিমধ্যেই ত্রিশটি মোবাইল ফোন ছাড়াও একটি মোটর বাইক উদ্ধার করেছে দিনহাটা থানার পুলিশ। সেগুলি আজ প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হল।
উল্লেখ্য, এর আগেও বেশকিছু মোবাইল ফোন উদ্ধার করেছে দিনহাটা থানার পুলিশ। সেই সময় সেগুলি প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে। এদিন এই বাইক ও মোবাইল ফোনগুলি ফেরত পেয়ে খুশি প্রকৃত মালিকেরা।