Ad
কোচবিহার

ছট পূজার ঘাট পরিদর্শন করলেন কোচবিহার জেলা পুলিশ সুপার

এই বিজ্ঞাপনের পরে আরও খবর রয়েছে

UBG NEWS, কোচবিহার : ছট পূজার ঘাট পরিদর্শন করলেন কোচবিহার জেলা পুলিশ । এদিন কোচবিহারে তোরসা নদীর ফাঁসির ঘাট এলাকায় ছট পূজা ঘাট পরিদর্শন করলেন কোচবিহার জেলার পুলিশ সুপার মহম্মদ সানা আক্তার।

এছাড়া এদিন উপস্থিত ছিলেন কোতোয়ালি থানার আইসি সৌম্যজিৎ রায় সহ পুলিশের অন্যান্য আধিকারিকরা।

Ad

জেলা পুলিশ সুপার মহম্মদ সানা আক্তার জানান, করোনা আবহে ছট পূজা উদ্যোক্তাদের যাতে কোনো সমস্যা না ঘটে সেদিকে নজর রাখবে জেলা পুলিশ । স্বাস্থ্যবিধি মেনে পূজা উদ্যোক্তাদের পূজা করার আহ্বান জানান পুলিশ সুপার ।

এছাড়াও তিনি বলেন পূজাতে বেশি ভিড় না করে সবাই যাতে সুস্থ ভাবে পুজো করতে পারে সেদিকে সকলের নজর রাখা উচিত । জেলা পুলিশ প্রশাসন সব রকম ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিবে।

আরও পড়ুন