ইউবিজি নিউজ, কোচবিহার : সারপ্রাইজ ভিজিটে সাহেবগঞ্জ থানায় এসে ব্যাডমিন্টন খেলায় মাতলেন কোচবিহার জেলা পুলিশ সুপার এবং অন্যান্য আধিকারিকরা।
রবিবার জেলার বিভিন্ন থানায় কোচবিহার জেলা পুলিশের পক্ষ থেকে সারপ্রাইজ ভিজিট করা হয় বলে পুলিশ সূত্রে জানা যায়।
সেইমত রবিবার সন্ধ্যে নাগাদ সাহেবগঞ্জ থানায় এসে বিভিন্ন বিষয়ে কথা বলেন জেলা পুলিশ আধিকারিকরা।
এরপর সাহেবগঞ্জ থানায় বেশ কিছুক্ষণ ব্যাডমিন্টন খেলায় মেতে ওঠেন জেলা পুলিশ সুপার কে কান্নান, অতিরিক্ত জেলা পুলিশ সুপার লালটু হালদার। এ
ছাড়া উপস্থিত ছিলেন সাহেবগঞ্জ থানার ওসি সৌমাল্য আইচ এবং আরো অন্যান্য পুলিশ আধিকারিকরা।
শরীরচর্চা ফিট থাকা খুব জরুরী, ব্যাডমিন্টন খেলার দারুন উপকারিতা রয়েছে।
ভোটের প্রাক্কালে পুলিশ কর্মীদের মনোবল বাড়াতে জেলা পুলিশের এই উদ্যোগ বলে জানা গেছে।
জেলা পুলিশ আধিকারিকদের ব্যাডমিন্টন খেলা উপভোগ করেন থানার সকল পুলিশকর্মীরা।