Ad
কোচবিহার

নিশিগঞ্জে মাস্কহীন মানুষদের বিরুদ্ধে অভিযান বিডিও ও মহকুমা পুলিশ আধিকারিকদের

এই বিজ্ঞাপনের পরে আরও খবর রয়েছে

বাবাই সরকার,৩১ জুলাই : মাস্কের বিরুদ্ধে অভিযান  চালিয়ে প্রায় ২৫ জন কে পাকড়াও করলো মহকুমা পুলিশ আধিকারি এবং বিডিও। এদিন মাথাভাঙা বিধানসভার নিশিগঞ্জে এই অভিযানটি হয়। দেশে ঘোনিয়ে আসছে করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা তবুও সচেতন নয় সাধারন মানুষ।

পুলিশ প্রশাসন বারবার সচেতন করছেন তবুও মিলছে না ফল। তাই অবশেষে এইদিন প্রশাসন নিশিগঞ্জে বাইক চালক থেকে শুরু করে পথ চলতি  মাস্ক বিহীন মানুষদের আটক করা হয় ও নিশিগঞ্জ এলাকার প্রত্যেক দোকানে সচেতন করা হয় ও বলা হয় মাস্ক ছাড়া যেমন প্রবেশ নয় তেমনি বিক্রিও নয়।

Ad

পাশাপাশি বাস ড্রাইভার ও  কনডাক্টার দের সচেতন করা হয় যে মাস্ক বিহীন কোনো যাত্রী যেন না ওঠানো হয়। পুলিশ সূত্রে জানা যায় এইদিন প্রায় ২৫ জনকে আতক করা হয়েছে।

মাথাভাঙা মহকুমা পুলিশ আধিকারিক সুরজিৎ মন্ডল  বলেন এদিন মাথাভাঙা ২ নং ব্লক এর বিডিও উজ্জল সরদার ও নিশিগঞ্জ ফাড়ির পুলিশ সহ বিশাল পুলিশ বাহিনি এই অভিযান এ নামে। মূলত করোনার  তৃতীয় ঢেউকে রুখতে বিশেষ এই অভিযানটি চলে।

আরও পড়ুন