Ad
বাংলা সিনেমাবিনোদন

নুসরতের মা হওয়া নিয়ে মুখ খুললেন যশ

এই বিজ্ঞাপনের পরে আরও খবর রয়েছে

বুধবার সকাল সকালই রটে গেল নুসরত জাহান নাকি হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই রটে যাওয়া খবর একেবারেই যে গুজব তা কিন্তু নয়, কারণ সকালে না হলেও, নুসরত বুধবার রাতেই হাসপাতালে ভরতি হতে পারেন।

নুসরতের এই হাসপাতালে ভর্তি হওয়া নিয়ে কড়া নিরাপত্তা রয়েছে শহরের এক নামকরা বেসরকারি হাসপাতালে। এখান থেকে বিশদ খবর ফাঁস হওয়া বেশ কঠিন।

Ad

অন্যদিকে, যশ দাশগুপ্ত তাঁর নতুন ছবি ‘চিনে বাদাম’-এর শুভ মহরতের জন্য বুধবারই পৌঁছে গিয়েছিলেন দক্ষিণ কলকাতার একটি বাড়িতে। মহরতে উপস্থিত ছিলেন অভিনেত্রী এনা সাহা ও ছবির পরিচালক শিলাদিত্য মৌলিক।

মহরতের ফাঁকেই কথায় কথায় নুসরতের মা হওয়া নিয়ে মন্তব্য করলেন যশ। প্রকাশ্যে এই প্রথম নুসরত নিয়ে বললেন যশ। যশ জানিয়েছেন, ‘নুসরতকে নিয়ে আমি দারুণ এক্সাইটেড। দারুণ খুশি।

আপনাদের সবাইকে একটাই অনুরোধ, এই সময়টা নুসরতকে একা ছেড়ে দিন। কয়েকদিন পরেই সবটা জেনে যাবে সবাই।’ যশ ইনস্টাগ্রামে এই মহরতের ছবি আপলোড করেছেন। ছবির কমেন্ট বক্সে যশকে শুভেচ্ছাও জানিয়েছেন নুসরত।

আরও পড়ুন