UBG NEWS ONLINE DESK: সোশ্যাল মিডিয়ায় নানা পোস্টই এবার দিচ্ছে সেই উত্তর। নিখিল সোশ্যাল মিডিয়ায় এখন কম অ্যাক্টিভ।তবুও গত বছরের শেষ দিনে নুসরতকে তোপ দেগে পোস্ট করেছিলেন নিজের একটি সেলফি।নুসরতের রিউমার্ড প্লাস্টিক সার্জারি নিয়ে উপহাস করেছিলেন তিনি।
এবার কি তারই জবাব দিলেন নুসরত।নুসরত একটি পোস্ট শেয়ার করেছেন। যেখানে লেখা, “একজন মহিলা জানে, সে কী খাবার অর্ডার করেছে, তাই সকলের সামনে সেটা খেতে সে লজ্জা পায় না।”খাবার মধ্যেই লুকিয়ে বার্তা। এমনই অনুমান সাইবারবাসীদের।
এই বার্তায় লুকিয়ে নুসরতের জীবনের বর্তমান পরিস্থিতি।বার্তার নানা অর্থও হতে পারে। এক, নুসরত সবকিছু জেনেই এখন নীরবে রয়েছেন।
তিনি জানেন, যশের সঙ্গে তাঁর সম্পর্কের কারএ নিখিলের সঙ্গে দূরত্ব বেড়েছে।অন্য এক বার্তা হতে পারে, তিনি নিখিলকে বিয়ে করে এখন যে পরিস্থিতির মধ্যে পড়েছেন, তা লড়াই করে এগিয়ে যেতে তিনি লজ্জিত নন।
এবার কি তবে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুলেই ফেললেন নুসরত। দিন কয়েক আগেই ব্যক্তিগত জীবন, রাজস্থানের ট্রিপ, নিখিলের সঙ্গে সম্পর্কের তিক্ততা নিয়ে কোনও মন্তব্য করতে রাজি ছিলেন না।