Ad
দক্ষিণ বঙ্গবিধানসভা নির্বাচন-২০২১রাজ্য

WB Election 2nd Phase Live : ভোট চলাকালীন নন্দীগ্রামে বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার

এই বিজ্ঞাপনের পরে আরও খবর রয়েছে

ইউবিজি নিউজ : ‘ভোট দ্বিতীয়া’ বৃহস্পতিবার ভোটগ্রহণ রাজ্যের ৩০ আসনে। তবে সব নজর নন্দীগ্রামে। ভোট ঘোষণার আগে থেকেই যে আসন ‘ভিভিআইপি’। প্রচারের সব আলো কেড়েছে এই কেন্দ্রে তৃণমূল ও বিজেপি-র প্রচার। সকাল ৭টা থেকে রাজ্যের ছাড় জেলার ৩০ আসনে ভোটগ্রহণ শুরু হয়ে গেলেও তাই সবার নজরে শুধু নন্দীগ্রামই।

Ad

ভোটের লাইভ আপডেট পেতে চোখ রাখুন UBGNEWS – এ

 

লাইভ আপডেট পেতে যুক্ত হয়ে যান আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে – {CLICK HARE } 

11:20,

ভোট চলাকালীন নন্দীগ্রামে বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধারটানটান উত্তেজনা নন্দীগ্রামে। ভোট চলাকালীনই নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের পূর্ব ভেকুটিয়ায় অঞ্চলে এক বিজেপি কর্মীর রহস্যমৃত্যু। মৃত বিজেপি কর্মীর নাম উদয়শঙ্কর দুবে। বৃহস্পতিবার সকালে বাড়ি থেকেই তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। আর এই ঘটনার পরেই ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন বিজেপি কর্মীরা। কীভাবে এই ঘটনা দেখা হচ্ছে। 
  

10:55,

বাঁকুড়ার তৃণমূল প্রার্থী সায়ন্তিকার বিরুদ্ধে টাকা বিলির অভিযোগ, কমিশনে নালিশ বিজেপিরভোটের দিন সকালে বাঁকুড়ার তৃণমূল প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির বিরুদ্ধে টাকা বিলির অভিযোগ। ভিডিওটিতে দেখা যাচ্ছে, কয়েকজন মহিলাকে তিনি টাকা দিচ্ছেন। আর এই ঘটনায় শুরু হয়েছে চাপানউতোর। নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে তাঁর বিরুদ্ধে কমিশনে নালিশ জানাচ্ছে বিজেপি।
  

10:30,

নির্বাচন কমিশনের ভুয়ো কার্ড সহ গ্রেফতার তৃণমূল কর্মীনন্দীগ্রামে নির্বাচন কমিশনের ভুয়ো কার্ড সহ গ্রেফতার তৃণমূল কর্মী।
  

10:20 ,

নন্দীগ্রামের সোনাচূড়ায় ‘বোমাবাজি’নন্দীগ্রামের সোনাচূড়ায় সকালেও ‘বোমাবাজি’, ‘ভয়ে ভোট দিতে বেরোতে পারিনি’, দাবি  স্থানীয়দের 
  


9:30

ভোটদানের হারসকাল ন’টা পর্যন্ত রাজ্যে ভোটদানের হার ১৩.১৪ শতাংশ। খবর নির্বাচন কমিশন সূত্রে।
  

9:00

বুথে ঘুরে বেড়াচ্ছেন বিজেপি প্রার্থী হিরণভোটের দিন সকাল থেকেই খড়গপুরের বিভিন্ন বুথে ঘুরে বেড়াচ্ছেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়।
  

8:30

ভোটের দিন সকালে বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধারভোটের দিন সকালে বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল নন্দীগ্রামের ভেকুটিয়ায়। তৃণমূলের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ পরিবারের।
  

8:00

ইভিএম খারাপএকাধিক জায়গায় ইভিএম খারাপ। কোথাও কোথাও ভিভিপ্যাট যন্ত্রও খারাপ। ব্যহত ভোটগ্রহণ।
  

 

আরও পড়ুন