নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে হত্যা করা হল এক ব্যাক্তিকে ঘটনাটি ঘটেছে শনিবার গভীর রাতে মাদারিহাট থানার অন্তগত রাঙালিবাজলা এলাকায় । স্থানীয় বাসিন্দা ফুলচন্দ ওরাও কে শনিবার গভীর রাতে তার বাড়ির সামনে দুষ্কৃতি এসে ধারালো অস্ত্র দিয়ে কোপিয়ে হত্যা করে । এই ঘটনায় এলাকায় চ্যাঞ্চল্য ছড়িয়েছে । এলাকার বাসিন্দারা মৃতদেহ দেখতে পেয়ে মাদারিহাট থানায় খবর দেয় ঘটনাস্থলে মাদারিহাট থানার পুলিশ পৌছে মৃতদেহ উদ্ধার । রবিবার মৃতদেহ ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠিয়েছে । । সুত্রের খবর অবৈধ সম্পর্কের জেরে ফুলচন্দ ওরাও এর এই পরিণতি। কেননা প্রতিবেশী এক বিবাহিত মহিলার সাথে ফুলচন্দের অবৈধ সম্পর্ক ছিল । যদিও পুলিশ এখন ওবধি এই বিষয়ে কাউকে গ্ৰেপ্তার করেনি। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।