Ad
আলিপুরদুয়ার

ফের হাতির হানায় ক্ষতিগ্রস্ত ৭টি পরিবার

এই বিজ্ঞাপনের পরে আরও খবর রয়েছে

আলিপুরদুয়া্র, ৪ অক্টোবরঃ ফের হাতি হানার ঘটনা ঘটল আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকে। রবিবার ভোর রাতে হাতির হানার ঘটনাা। ঘটনাটি ঘটে ফালাকাটা ব্লকের বেঙকান্দি গ্রাম ও তাসাটি চা বাগানের জিরকু লাইনে। হাতির হানায় ক্ষতিগ্রস্থ হয়েছে চা বাগানের ৭টি পরিবার।

জানাগেছে, এদিন ভোরে একটি দলছুট হাতি প্রথমে হানা দেয় বেঙকান্দি গ্রামে। সেখানে হাতিটি ভেঙ্গে তছনছ করে দেয় রাজীব ওঁরাওয়ের দোকান ও খাদি ওঁরাওয়ের ঘর। লোকালয়ে তান্ডব চালিয়ে হাতিটি চলে যায় তাসাটি চা বাগানের জিরকু লাইনে।

Ad

সেখানেও হাতিটির হানায় ব্যপক ক্ষতিগ্রস্থ হয় কৃষ্ণা টিগ্গার দোকান এবং বিনোদ ওঁরাও, কিসান ওঁরাও, জাহিন ওঁরাও, মিনা ওঁরাও এর ঘর। খেয়ে নেয় ঘরে মজুত থাকা চাল আটা গম। খবর পেয়ে বনকর্মীরা ঘটনাস্থলে গিয়ে দীর্ঘ কয়েক ঘন্টার প্রচেষ্টায় হাতিটিকে জঙ্গলে ফেরাতে সক্ষম হয়। হাতির হানায় ক্ষতিগ্রস্থ পরিবার গুলি ক্ষতিপূরনের দাবী তুলেছে।

আরও পড়ুন