ads

পথ দুর্ঘটনায় প্রাণ গেল বাইক আরোহির। UBG NEWS


UBG NEWS, মালদহ : আজ দুপুরে মালদায় পথ দুর্ঘটনায় বাইক আরোহির মৃত্য হয়।

হব্বিপুরের নালাগোলা হইতে মালদা গামী তালপুকুর এলাকায় একটি ছয় চাকা ডাম্পার এক বাইক আরোহিকে ধাক্কা মারে ।

ঘটনা স্থলেই বাইক আরোহির মৃত্য হয় । মৃত্য ব্যাক্তির নাম এখন জানা জায়নি আনুমানিক বয়স (৩৫ বছর )। ঘটনার পরে গাড়িটি পালিয়ে যাওয়ার সময় তাজপুরে আরও একটি বাইকে ধাক্কা মারে । ওই ব্যাক্তি কে গুরুতর আহতো অবস্থায় বুলবুলচন্ডী গ্রামীণ হসপিটালে নিয়ে গেলে প্রার্থমিক চিকিত্‍সা করে অবস্থা আশঙ্কা জনক হওয়া মালদা মেডিক্যাল হসপিটাল পাঠানো হয় । অবসেসে গাড়িটি বুলবুলচন্ডীতে ধরাপরে। হব্বিপুর থানার পুলিশ গাড়ি চালক সহ গাড়িটি আটক করেছে।

Post a Comment

0 Comments