ads

রূপোলি পর্দা দিয়ে ‘প্রচার’ শুরু ‘মোদী’র | UBG NEWS

UBG NEWS, ওয়েব ডেস্ক : লোকসভা নির্বাচনের মাঝেই প্রেমীদের জন্য বক্সঅফিসে আসছেন ‘পি.এম নরেন্দ্র মোদী’৷ আজ্ঞে হ্যাঁ, অবশেষে প্রকাশ্যে এল বহুপ্রতিক্ষিত এই ছবির রিলিজ ডেট৷ আগামী ১২ এপ্রিল সারা ভারতে মুক্তি পাবে বিবেক ওবেরয় অভিনীত আপকামিং এই সিনেমা৷


সম্প্রতি আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে আনা হল ‘পি.এম নরেন্দ্র মোদী’র রিলিজ ডেট৷ গত জানুয়ারি মাসে প্রকাশ্যে আসে সিনেমাটির ফার্স্ট লুক৷ যা রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়৷ এরপরেই জল্পনা সৃষ্টি হয়েছিল সিনেমাটির রিলিজ হওয়া নিয়ে৷ অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে আগামী ১২ এপ্রিল মুক্তি পাবে সিনেমাটি৷


প্রসঙ্গত, ওমাঙ্গ কুমার পরিচালিত ‘পি.এম নরেন্দ্র মোদী’ নিয়ে কৌতুহলের পাশাপাশি বিতর্কও সৃষ্টি হয়েছিল দর্শকদের মধ্যে৷ লোকসভা নির্বাচন শুরু হওয়ার ঠিক একদিন পরেই মুক্তি পাবে সিনেমাটি৷ ফলে রাজনৈতিক মহলের একাংশের মতে, ভোটের মাঝে এই ছবি মুক্তি পাওয়া নির্বাচনী প্রচারের এক কৌশল মাত্র৷

Post a Comment