ads

কোচবিহারে বিয়ে বাড়িতে চললো গুলি, মৃত এক কিশোর | UBG NEWS

UBG NEWS, পুন্ডিবাড়ি: শুক্রবার রাতে কোচবিহার কোতোয়ালী থানার ডাউয়াগুড়ি রায় পাড়া এলাকায় দুষ্কৃতিদের গুলিতে প্রাণ হারাল ১২ বছরের এক কিশোর। মৃত ওই কিশোরের নাম ঋত্বিক বিশ্বাস(১২), বাড়ি পুন্ডিবাড়ি থানা এলাকার উত্তর খাগড়াবাড়ি গ্রামে।

জানা গিয়েছে, প্রতিবেশী দিদির বিয়ের কন্যা যাত্রীতে অন্যান্যদের সাথে যায় ঋত্বিক। অনুষ্ঠান বাড়িতে ঢোকার আগেই গাড়ি পার্কিং করা নিয়ে মেয়ের বাবা সুজন দাসের সাথে কয়েকজনের বচসা বাঁধে। এরপর ছেলের বাড়ির লোকজন ছুটে এসে বিরোধ মিটিয়ে কন্যাযাত্রীদের অনুষ্ঠান বাড়ির ভিতরে নিয়ে যায়। এর কিছুক্ষণ পরেই গুলির শব্দ শুনতে পেয়ে ছুটোছুটি শুরু হয়। তখন পাশেই একটি মাঠে গুলিবিদ্ধ অবস্থায় ঋত্বিককের দেহ পড়ে থাকতে দেখে অনুষ্ঠান বাড়িতে আসা লোকজন। সাথে সাথে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই বালকের দেহ উদ্ধার করে কোচবিহার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয়। ঘটনার তদন্তে নেমে দু'জন কে গ্রেফতার করেছে কোচবিহার জেলা পুলিশ। 


মেয়ের বাড়ির প্রতিবেশী গৌরব দাস বলেন, “কি নিয়ে ঝামেলা হচ্ছিল বুঝতে পারি নি। আচমকা দেখি মেয়ের বাবাকে কলার ধরে ধাক্কাধাক্কি করছে। দৌড়ে গিয়ে প্রতিবাদ জানাই। তাঁর কিছুক্ষণের মধ্যে গুলি চলে। ওই গুলি গিয়ে লাগে ঋত্বিকের দেহে। আমরা আতঙ্কে বের হতে পারছিলাম না। পরে পুলিশ এসে আমাদের সেখান থেকে বের হতে সাহায্য করে। আর ঋত্বিকের দেহ নিয়ে হাসপাতালে পৌঁছে দেয়।”

Post a Comment