ads

টোটো থেকে পড়ে গিয়ে মৃত্যু হল এক আড়াই বছরের শিশুর | UBG NEWS

UBG NEWS, শিলিগুড়ি : শিলিগুড়ি সংলগ্ন সাহুডাঙিতে টোটো থেকে পড়ে গিয়ে মৃত্যু হল এক আড়াই বছরের শিশুর। মৃত শিশুটির নাম আয়ুষ বর্মন। ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।

পরিবার পক্ষ থেকে জানা গিয়েছে, এক টোটো চালক গাড়িতে চাবি লাগিয়ে টোটো টিকে বাড়ির সামনে দাঁড় করিয়ে রেখেছিলো। শিশুটি টোটো-তে উঠে চাবি ঘোরতেই টোটো টি চলা শুরু করে।কিছুদূর যাওয়ার পর টোটো টি উল্টে যায়। সেই সময় বাচ্চাটি পড়ে যায় ও তার মাথায় আঘাত লাগে। পরে শিশু টির বাবা মিঠুন বর্মন শিশুটি কে নিয়ে শিলিগুড়ি জেলা হাসপাতালে আসলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।**প্রতি মুহূর্তের সব রকম খবর জানতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন

Post a Comment