ads

মহিলাদের নিরাপত্তায় রাজ্যে শুরু হল প্রথম পিংক পুলিশ পেট্রোলিং | UBG NEWS

UBG NEWS, দার্জিলিং : মহিলাদের নিরাপত্তায় রাজ্যের প্রথম পিংক পুলিশ পেট্রোলিং শুরু হলো দার্জিলিংয়ে। ইভটিজার ধরা থেকে মহিলাদের নিরাপত্তা দেওয়াই থাকবে এই বাহিনী প্রধান কাজ। বিশ্ব নারী দিবসের দিনই পথ চলা শুরু করলো এই বিশেষ স্কোয়াড। চৌরাস্তা থেকে শপিংমল সহ শহরের গুরুত্বপূর্ণ এলাকায় ঘুরে বেড়াবে এই বাহিনী। দার্জিলিংয়ে বেড়াতে আসা মহিলা পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই বাহিনী বলে জানা গিয়েছে।


এই স্কোয়াডের জন্য দেওয়া হয়েছে একটি নতুন গাড়ি। দার্জিলিং টাউন ডিএসপি-এর তত্বাবধানে এই স্কোয়াড কাজ করবে। দার্জিলিং মহিলা থানার ওসি অঞ্জনা রায়ের নেতৃত্বে এই স্কোয়াড শহরে টহল দেওয়ার পাশপাশি সাদা পোশাকেও নজরদারি চালাবে। এই স্কোয়াডের গাড়ি চালক থেকে শুরু করে অফিসার, কনস্টেবল সবই মহিলা। 

দার্জিলিং মহিলা থানার ওসি অঞ্জনা রায় বলেন, কেরালা সহ ভারতের বড় বড় কয়েকটি শহরে এধরণের বিশেষ স্কোয়াড থাকলেও পশ্চিমবঙ্গে প্রথম। এই বাহিনীর গাড়ি চালক থেকে শুরু করে অফিসার, কনস্টেবল -সবই মহিলা।


**প্রতি মুহূর্তের সব রকম খবর জানতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন

Post a Comment