ads

স্ত্রীর বাবার বাড়ি যাওয়া রুখতে নিজের গায়ে কেরোসিন ঢেলে অগ্নিদগ্ধ হলেন স্বামী | UBG NEWS

UBG NEWS, মালদা : স্ত্রীর বাবার বাড়ি যাওয়া রুখতে নিজের গায়ে কেরোসিন ঢেলে অগ্নিদগ্ধ হলেন স্বামী৷ গতকাল রাতে ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানার ভালুকার মণিপুর এলাকায়৷ অগ্নিদগ্ধ যুবকের নাম দিগম বাগদে(২৫)৷

জানা গিয়েছে, প্রায় দেড় বছর আগে হরিশ্চন্দ্রপুরের ভালুকা বাজারের মণিপুরের বাসিন্দা দিগম বাগদে(২৫) এর সঙ্গে বিয়ে হয় ওই এলাকারই যুবতী ফুলকুমারী মহলদারের সঙ্গে। চার মাস আগে তাঁদের এক কন্যা সন্তান হয়েছে৷ তারপর থেকেই বাবার বাড়ি যেতে পারেননি ফুলকুমারীদেবী৷


অভিযোগ, গতকাল সন্ধ্যায় ফুলকুমারীদেবী বাবার বাড়ি যেতে চান৷ তাঁকে বাবার বাড়ি যেতে নিষেধ করেন দিগম৷ সেই সময় গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে নেন দিগম৷ আগুন নেভানোর চেষ্টা করেন ফুলকুমারীদেবী৷ প্রতিবেশীরা জল দিয়ে আগুন নেভান৷ স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে স্থানীয় গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মালদা মেডিকেলে রেফার করে দেন৷ বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি৷


**প্রতি মুহূর্তের সব রকম খবর জানতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন

Post a Comment