ads

অবৈধ মদ নিয়ে যাওয়ার পথে গ্রেফতার দুই, আটক টোটো ও বাইক | UBG NEWS

UBG NEWS, ঘোকসাডাঙ্গা : প্রায় ১৪০ বোতল অবৈধ মদ সহ দুই ব্যাক্তিকে গ্রেফতার করলো ঘোকশাডাঙ্গা থানার পুলিশ। ধৃতদের মধ্যে বাবলু রায়ের বাড়ি ঘোকশাডাঙ্গা থানার আঠারোকোঠা কালাপানি এলাকায় এবং জগৎ চন্দ্র লস্করের বাড়ি মাথাভাঙ্গা থানার নিশিগঞ্জের কোদালখেতি এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত দুই ব্যক্তি ওই বিপুল পরিমাণ অবৈধ মদ টোটো ও বাইকে করে প্রেমেরডাঙ্গা এলাকায় নিয়ে যাওয়ার পথে তাদের গ্রেফতার করা হয়।


ঘোকশাডাঙ্গা থানার ওসি রাহুল তালুকদার বলেন, গোপন সূত্রে খবর পেয়ে ঘোকশাডাঙ্গা থানার পুলিশ প্রেমেরডাঙ্গা এলাকায় টোটো ও বাইকে করে লুকিয়ে অবৈধ মদ গুলি নিয়ে যাওয়া সময় তল্লাসি চালিয়ে ১৪০ বোতল মদ উদ্ধার করে। তারপর সেখান থেকে ওই টোটো ও বাইক চালককে আটক করে পুলিশ। তিনি আরও বলেন, ঘোকশাডাঙ্গা এলাকায় আমরা এভাবে অভিযান চালাব যাতে ওই এলাকায় অবৈধ মদ প্রবেশ করতে না পারে।


**প্রতি মুহূর্তের সব রকম খবর জানতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন

Post a Comment