ads

ভোটের নির্ঘণ্ট প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যেই প্রার্থী তালিকা প্রকাশ করতে চলেছে তৃণমূল | UBG NEWS

UBG NEWS, ওয়েব ডেস্ক : রবিবার দিল্লিতে সাংবাদিক বৈঠকে ২০১৯ লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করেছেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা। সূত্রের খবর, বিকেল পাঁচটায় নির্বাচনের দিনক্ষণ ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই প্রার্থী তালিকা প্রকাশ করতে চলেছে রাজ্যের শাসক দল তৃণমূল।


ইতিমধ্যেই নিশ্চিত মালদহ উত্তর কেন্দ্রে তৃণমূল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন মৌসম বেনজির নুর। কংগ্রেস সাংসদ তৃণমূলে যোগ দেওয়ার পরই বিষয়টি নিশ্চিত হয়ে যাওয়ার পর দেওয়াল লিখনও শুরু হয়ে গিয়েছে। বাঁকুড়ার বিষ্ণুপুরে তৃণমূলের সাংসদ সৌমিত্র খাঁ বিজেপিতে যোগ দেওয়ায় এবং বোলপুরের সাংসদ অনুপম হাজরাকে দল থেকে বহিস্কার করায় ওই আসন দু’টিতে নতুন মুখ নিয়ে আসবে তৃণমূল। একই ভাবে আর কয়েকটি আসনে সাংসদ প্রার্থী বদল করতে পারে তারা।

আবার ডায়মন্ডহারবার কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়, উত্তর কলকাতায় সুদীপ বন্দ্যোপাধ্যায়, দক্ষিণ কলকাতায় সুব্রত বক্সি, বারাসতে কাকলি ঘোষদস্তিদার, কোচবিহারে পার্থপ্রতীম রায়রাও আসন অদলবদল হলেও প্রার্থী হচ্ছেন বলেই জানা গিয়েছে।


**প্রতি মুহূর্তের সব রকম খবর জানতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন

Post a Comment