ads

মহা শিবরাত্রি উপলক্ষে উৎসবে মেতে উঠেছে কোচবিহার বাসী | UBG NEWS

UBG NEWS, বানেশ্বর : মহা শিবরাত্রি উপলক্ষে উৎসবের মেজাজে মেতে উঠেছে কোচবিহার বাসী। সোমবার বলা হয় শিবের জন্মবার এবং সেই দিনটি তে শিবরাত্রি র পুজো যেন ভক্তদের মনে অতিমাত্রায় আবেগ আর ভক্তির যুগলসন্ধি ঘটিয়েছে। সোমবার সকাল থেকেই শহরের বিভিন্ন দোকানে ফুল, ফল, দুধ কেনার জন্য মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। পথে-ঘাটে দোকানীরা আকন্দ ফুল, ধুতরা ফুল, ভাট ফুল, বেলপাতা, বেল ও ডাব নিয়ে দোকান সাজিয়ে বসেছে । এছাড়াও দুধের জন্য দোকানের সামনে দেখা গিয়েছে বিশাল লাইন।

অন্যদিকে কোচবিহারের বানেস্বর শিব মন্দিরে সোমবার সন্ধ্যা থেকেই প্রচুর সংখ্যায় ভক্ত রা সেখানে পুজো দিতে হাজির হয়েছে। এছাড়াও জেলার ছোট বড়ো সব শিবমন্দিরে শিবরাত্রি উপলক্ষে ভক্ত সমাগম ছিল চোখে পড়ার মতো।

বানেশ্বর শিব মন্দিরে আগত ভক্তদের সুরক্ষার জন্য মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। এই ধর্মীয় মেলা চলাকালীন জেলা পুলিশ প্রশাসনের সতর্কতায় অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি বলে জানা গিয়েছে। 

Post a Comment

0 Comments