ads

কিশোরীদের ক্ষমতায়নের লক্ষ্যে অঙ্গনওয়াড়িকর্মীবৃন্দের একদিনের প্রশিক্ষণ কর্মশালা | UBG NEWS

UBG NEWS, কোচবিহার : সুসংহত শিশুবিকাশ সেবা প্রকল্পের অধীনে শনিবার কোচবিহার ১নং ও ২নং ব্লকের সমস্ত অঙ্গনওয়াড়ীকর্মীবৃন্দের একদিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হলো যথাক্রমে বানীনিকেতন গার্লস হাই স্কুল ও পুন্ডিবাড়ি জি.ডি.এল হাই স্কুলে।

উভয় ব্লকের দায়িত্বপ্রাপ্ত সিডিপিও শ্রী তন্ময় বিশ্বাস, অঙ্গনওয়াড়ি সুপারভাইজার প্রীতি দাস, রত্না দাস মজুমদার প্রমুখ জানান, আট শতাধিক অঙ্গনওয়াড়িকর্মী এই দুই ব্লকের প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন। চাইল্ড ইন নীড ইন্সটিটিউট (সিনি) নামক স্বেচ্ছাসেবী সংস্থা কর্মশালাটি পরিচালনা ও রূপায়িত করে।


সিনির পক্ষ থেকে মুক্তা দাস, বিমান চৌধুরী, পারোমিতা দে ও সোনালী বিশ্বাস জানান, কিশোরী মেয়েদের খেলায় খেলায় শেখানোর উদ্দেশ্যে পুষ্টি-স্বাস্থ্য, যৌন-প্রজনন স্বাস্থ্য এবং জীবন শৈলী শিক্ষা ইত্যাদি নিয়ে আলোচনা করা হয় এছাড়া প্রকল্প সংক্রান্ত নানা কার্যবিধি আলোচিত হয়। এরপর কর্মীরা সিনির সাথে যৌথ উদ্যোগে প্রকল্পটি রূপায়িত করতে তৎপর হবে অঙ্গনওয়াড়ি সেন্টার স্তরে।

Post a Comment

0 Comments