ads

কোচবিহারে কালবৈশাখীর দাপটে আতঙ্কিত মানুষ | UBG NEWS

UBG NEWS, কোচবিহার : প্রাকৃতিক দুর্যোগের কবলে কোচবিহার জেলা। মঙ্গলবার সকাল ১০ টা নাগাদ শুরু হয় ঝড়ের তান্ডব। চরম নাজেহাল অবস্থায় পরে স্কুল, কলেজের ছাত্র-ছাত্রী সহ সাধারণ মানুষ। অফিস যাত্রীদের পরতে হয় অসুবিধার মধ্যে। ঝোড়ো হাওয়ায় ভেঙে পরে বহু গাছ।টিনের চাল উরে গেছে বহু জায়গায়। জেলা জুড়েই চলে হাওয়া বাতাস। বহু স্থানেই বিদ্যুত সংযোগ ছিন্ন হয়। এই ঝড়ে, বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে প্রশাসনিক ভাবে জানানো হয়েছে। ঝড়ের কারনে ভোট প্রচার ব্যহত হয়।

তুফানগঞ্জের রামপুরে বিজেপির সভা মঞ্চ ভেঙে যায় সভার আগেই। যদিও সেখানে পরবর্তীতে সভা হয়। সেখানে প্রচার সভা করেন বিজেপি নেত্রী রূপা গাঙ্গুলি।

কোচবিহার শহর লাগোয়া গুড়িয়াহাটি এলাকায় তিনটি গাছ উপরে পরে একটি প্রাথমিক স্কুলের চালে।সেখানে হতাহতের কোন খবর পাওয়া যায়নি ।

জেলাশাসক কৌশিক সাহা জানান এদিনের ঝড়ে কোনও ক্ষয়ক্ষতির খবর নেই।

Post a Comment

0 Comments