ads

আলিপুরদুয়ারে সাফারি ও ট্রাকের মুখোমুখি সঙ্ঘর্ষে ,আহত ১০ ছাত্রী। UBG NEWS

UBG NEWS, আলিপুরদুয়ার : আলিপুরদুয়ার জেলার মাদারিহাট থানার সামনে শুক্রবার সকালে জলদাপাড়া জিপ সাফারির সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষে মর্মান্তিক বড়ো দুর্ঘটনা ঘটে ।
খবর অনুসারে জানা গেছে আজ সকাল 7:30 টায় জলদাপাড়া জিপ সাফারির সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষে মর্মান্তিক দুর্ঘটনায় 10 জন গুরুতরভাবে আহত হয়েছে এবং তাদের মধ্যে দুই জনের অবস্থা খুবই আশঙ্কাজনক। শোনা গিয়েছে তারা সকলেই নাকি বারাসাতের বিএড কলেজের ছাত্রী। তাদের 86 জনের একটি গ্রুপ এসেছিল জলদাপাড়া জঙ্গল ঘুরবে বলে। আজ সকালে জঙ্গল সাফারি করে ফিরে আসার সময় তাদের একটি জিপসিতে পিছন দিক থেকে আসা একটি ট্রাক খুব জোরে ধাক্কা মারে ও জিপসিতে থাকা 6 জন ছাত্রী ছাড়াও রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা 4জন ছাত্রী গুরুতরভাবে আহত হয়, ও জিপসিটির যে গাইড ছিল সেও গুরুতরভাবে আহত। তাদের সকলকেই শিলিগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা খুবই আশঙ্কাজনক। ট্রাকটি এতটাই জোরে ছিল যে জিপসিটি উল্টে যায়। ঘটনাটি ঘটে মাদারিহাট থানার সামনে। ঘটনাস্থলে ট্রাক ও তার ড্রাইভার নিখোজ। পুলিশ তাদের খোজ করছে।

Post a Comment