ads

শিলিগুড়িতে বাইক চোর ও মদ পাচারের জেরে গ্রেপ্তার ৫। UBG NEWS

UBG NEWS, শিলিগুড়ি: শিলিগুড়ির এনজেপি থানার পুলিশ দুইটি আলাদা আলাদা জায়গায় শুক্রবার রাতে অভিযান চালিয়ে পাঁচ জন কে গ্রেপ্তার করেছে ।শনিবার এই পাঁচ জন কে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয় । এনজেপি থানার পুলিশের কাছ থেকে পাওয়া খবর অনুসারে প্রথম ঘটনায় পুলিশ ২ জন বাইক চোর কে গ্রেপ্তার করেছে । ধৃত ২ বাইক চোরের নাম বিপুল রাই ও সোমনাথ সরকার বলে জানা গেছে । বহুদিন ধরে নানা জায়গায় বাইক চুরি করে আসছিল ।পুলিশ বহুদিন ধরে এদেরকে খুঁজে করছিলো  কিন্তু এতদিন ধরতে পারেনি । পুলিশ সূত্রে জানা গেছে যে এদের নামে প্রচুর বাইক চুরির অভিযোগ জমা আছে । গতকাল এদের ২ জন কে গ্রেপ্তার করা হয়েছে ।
অন্যদিকে দ্বিতীয় ঘটনায় এনজেপি থানার অন্তর্গত বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এনজেপি থানার পুলিশ বিপুল পরিমানে দেশী ও বিদেশী মদ সহ ৩ জন কে গ্রেপ্তার করেছে ।এদের নাম মনতোষ মোদক ,অশোক কুমার রাম ও গোপাল বিশ্বাস ।ধৃত এই ৩ জনই অবৈধ ভাবে দেশী ও বিদেশী মদের ব্যবসা করতো ।এদের কাছ থেকে ৪০ লিটার মদ উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে  ।

Post a Comment