ads

নির্বাচনের আগে জেলা পরিষদের একগুচ্ছ প্রকল্প ঘোষণা, কটাক্ষ বিরোধীদের | UBG NEWS

UBG NEWS, মালদা : নির্বাচনের আগে জেলা পরিষদের বার্ষিক বাজেট এর একগুচ্ছ প্রকল্পের কথা ঘোষণা করলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌর চন্দ্র মন্ডল। বৃহস্পতিবার ছিল মালদা জেলা পরিষদের বার্ষিক বাজেট অধিবেশন। একক সংখ্যাগরিষ্ঠতা থাকায় বিনা বাধায় পাস হয়ে যায় বাজেট।

মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌর চন্দ্র মন্ডল জানান, এই বছর ৪২২কোটি টাকার বাজেট পাস হয়েছে। এরমধ্যে ৭৪কোটি শিলান্যাস হয়েছে। দ্রুত শিলান্যাস হওয়া কাজগুলো সম্পন্ন হবে পাশাপাশি যা বাজেটে বরাদ্দ হয়েছে তাও জেলার উন্নয়নেরই খাতে খরচ করবে জেলা পরিষদ।

এই বিষয়ে বিরোধী দল নেতা তথা বিজেপির জেলা পরিষদ সদস্য জুয়েল মুর্মুর বলেন, সামনে লোকসভা নির্বাচন সেই জন্যই এই ধরনের চটকদারি বাজেট করা হয়েছে। এই বাজেট এর মাধ্যমে জেলার উন্নয়ন হবে না।

এর উত্তরে মালদা জেলা পরিষদের সভাধিপতি বলেন, মানুষের উন্নয়নের জন্যই বাজেট করা হয়েছে। বিরোধীরা হালে পানি না পেয়ে এখন ভুলভাল বকছে।


**প্রতি মুহূর্তের সব রকম খবর জানতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন

Post a Comment

0 Comments