ads

নাম ঘোষণার পরেই যাদবপুরে প্রচারের ঝড় তুললেন মিমি, সঙ্গ দিলেন অরুপ। UBG NEWS


ওয়েব ডেস্কঃ  ২০১৯ লোকসভা ভোটের জন্য রাজ্যের ৪২ টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করলেন তৃণমূল সুপ্রিম। নতুন র পুরনো মিলিয়ে সামঞ্জস্য পূর্ণ এই তালিকা। তৃণমূল থেকে গত বারের মতো এবারও সেলেব্রিটিদের প্রার্থী করা হয়েছে। তবে এবার বেশ চমক রয়েছে এই তালিকাই। কারণ এবার সবাইকে চমকে দিয়ে তৃণমূলের টিকিটে ভোটে লড়তে চলেছেন বাংলার ২ নায়িকা মিমি চক্রবর্তী ও নুসরত জাহান।
বর্তমানে এই দুই অভিনেত্রী তাঁদের অভিনয় জগতে বেশ ব্যাস্ত। তাই এবার দেখার এটাই তাঁদের প্রফেশান থেকে কতটা সময় বের করে ভোট প্রচারে নেমে নিজেদের জয় সুনিশ্চিত করতে পারেন। মিমি যাদবপুর আর নুসরত বসিরহাট কেন্দ্র থেকে ভোটে লড়বেন। আর নাম ঘোষণার পরেই যাদবপুরে প্রচার করতে নেমে পড়লেন মিমি চক্রবর্তী।
দেওয়াল লিখতেও দেখা যায় তাকে। মিমি চক্রবর্তীর সাথে উপস্থিত ছিলেন মন্ত্রী অরুপ বিশ্বাস। তৃনমূল সূত্রে খবর যাদবপুর কেন্দ্র থেকে মিমি চক্রবর্তী কমপক্ষে এক লক্ষ ভোটের ব্যাবধানে পরাজিত করবেন তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কে।

Post a Comment

0 Comments