ads

পৃথক ২টি পথ দুর্ঘটনায় ২ জনের মৃত্যু | UBG NEWS

UBG NEWS, ইসলামপুর : মঙ্গলবার ইসলামপুর থানার রামগঞ্জ ও ইসলামপুরের মিলনপল্লী এলাকার ৩১ নং জাতীয় সড়কে মঙ্গলবার পৃথক দুটি পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই ব্যক্তির।

জানা গিয়েছে, ইসলামপুরের সুজালি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা মহম্মদ ভটুক (৫০) রামগঞ্জের ৩১ নং জাতীয় সড়ক পারাপার করার সময় একটি লড়ি ধাক্কা মারলে ঘটনাস্থলে মৃত্যু হয় তার। 
অন্যদিকে, গোয়ালপোখর থানার মজলিশপুর গ্রাম পঞ্চায়েতের খুল্লা গ্রামের বাসিন্দা মুশফিক আলম নিজের বাইকে করে ইসলামপুরে এসেছিলেন। ইসলামপুর থেকে কাজ শেষে বাড়ি ফেরার পথে ইসলামপুরের মিলনপল্লী এলাকায় ৩১ নং জাতীয় সড়কে একটি গাড়ি তার বাইককে ধাক্কা মেরে পালিয়ে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় মুশফিক আলমের। এই দুই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
দুটি ঘটনাতেই ছুটে আসে ইসলামপুর থানার পুলিশ। পুলিশ মৃতদেহগুলি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠায়। দুটি ঘটনারই তদন্ত শুরু করেছে পুলিশ। 

Post a Comment

0 Comments