ads

কালবৈশাখীর তান্ডবে জনজীবন বিপর্যস্ত , ক্ষতিগ্রস্ত হলো জলপাইগুড়ি বইমেলা। UBG NEWS

UBG NEWS, জলপাইগুড়ি : উত্তরবঙ্গের দার্জিলিং , আলিপুরদুয়ার জলপাইগুড়ি ও কোচবিহার জেলায় মঙ্গলবার সকালে হঠাৎ কালবৈশাখীর হানায় বিপর্যস্ত হয়ে পরে জনজীবন ।সকাল বেলায় অন্ধকার রাত্রি নেমে আসে পরিবেশে । ঝোড়ো হাওয়া ও বৃষ্টির দাপটে স্কুল পড়ুয়া থেকে শুরু করে সমস্ত মানুষের নির্ধারিত কর্মসূচিতে ব্যাঘাত ঘটে । দিনের বেলায় গাড়ির আলো জালিয়ে যেতে দেখা যায় সমস্ত যানবাহন কে । কোথাও কোথাও গাছ উপরে পড়ে চলাচল থমকে দেয়।


অন্যদিকে জলপাইগুড়িতে শুরু হয়েছে বইমেলা। কালবৈশাখীর প্রচণ্ড ঝড়ে লন্ডভন্ড হয়ে গেল জলপাইগুড়ি বইমেলা। ঝড়ে ভেঙে পড়েছে দুটি বিশাল তোরণ। বইমেলার স্টলগুলোও সব লন্ডভন্ড হয়ে গেছে। বইমেলা প্রাঙ্গনের সমস্ত বিদ্যুৎ পরিষেবাও বন্ধ হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে প্রায় ২৪টি সিসিটিভি ক‍্যামেরা। বৃষ্টির জলে ভিজে নষ্ট হয়েছে প্রচুর বই। এমন পরিস্থিতিতে মেলা চালানো নিয়ে সংশয় প্রকাশ করেন সমস্ত প্রকাশকরা। কলকাতার প্রকাশক সংস্থার পক্ষ থেকে সমর নস্কর বলেন, আচমকা ঝড় বৃষ্টিতে সমস্ত স্টল মিলিয়ে প্রায় পনেরো লক্ষ টাকার বই নষ্ট হয়েছে। অথচ মেলা কমিটির পক্ষ থেকে তারা তেমন কোনও সহযোগিতা পাননি বলে অভিযোগ করেন তিনি। যদিও মেলা কমিটির কর্মকর্তারা বলেন, সবকিছু ঠিক করে যেভাবেই হোক বইমেলা ফের শুরু করা হবে। মেলা কমিটির পক্ষ থেকে পিন্টু মন্ডল বলেন, আচমকা এই ঝড় বৃষ্টিতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এমন দিনে যে কালবৈশাখী ঝড় উঠবে তা বুঝতে পারেন নি কেউ। এজন্য বই বিক্রেতাদের পাশাপাশি মেলা কমিটির কর্মকর্তারাও কেউ প্রস্তুত ছিলেন না। কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন মেলা কমিটির সদস্যরা।

Post a Comment

0 Comments