ads

কন্যাশ্রীদের প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল পুন্ডিবাড়িতে | UBG NEWS

UBG NEWS, পুন্ডিবাড়ি : কন্যাশ্রী কনভারজেন্স প্রকল্প (স্যাগ)-এর মাধ্যমে ১৩ টি গ্রাম পঞ্চায়েতের কিশোরীদের নিয়ে বিশেষ প্রশিক্ষণ ও শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল কোচবিহার ২ নং ব্লকের শিশু বিকাশ সেবা প্রকল্প (আইসিডিএস) এবং সিনি।

এদিন কিশোরীদের স্বাস্থ্য এবং জীবনশৈলী বিষয়ে বিশেষ প্রশিক্ষণ শিবিরের পাশাপাশি তাদের নানা দপ্তরেও নিয়ে যাওয়া হয়। সিনির পক্ষ থেকে মুক্তা দাস শিবিরটি পরিচালনা করেন। সঙ্গে ছিলেন ব্লকের এসডিপিও তন্ময় বিশ্বাস ও অন্যান্যরা। 

Post a Comment