ads

ডাকাতির উদ্যেশে আসা চার দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ | UBG NEWS

UBG NEWS, শিলিগুড়ি : মঙ্গলবার গভীর রাতে ইষ্টার্ন বাইপাস সংলগ্ন এলাকার ভবেশ মোড় থেকে ডাকাতির উদ্যেশে আসা চার দুষ্কৃতীকে গ্রেপ্তার করলো এনজেপি থানার পুলিশ। তাদের কাছ থেকে দা ,খুকরি , হাঁসুয়া ইত্যাদি ভয়ঙ্কর হাতিয়ার পাওয়া গেছে। ধৃত চার ডাকাতের নাম সুমন চক্রবর্তী, কার্তিক কর্মকার, অজয় প্রসাদ এবং বিকাশ দাস। গ্রেপ্তার হওয়া প্রথম তিন যুবক প্রত্যেকেই শিলিগুড়ির বাসিন্দা এবং বিকাশ দাস অসম এর কোকরাঝাড় এলাকার বাসিন্দা।

পুলিশের প্রাথমিক তদন্তে জানতে পারা গেছে যে ধৃতরা ডাকাতির উদ্যেশেই সেখানে জমা হয়েছিল। অভিযুক্তদের আজ জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে। 

Post a Comment

0 Comments