ads

মৃত "জইশ – ই- মহম্মদ" প্রধান মাসুদ আজহার ? জল্পনা তুঙ্গে | UBG NEWS

UBG NEWS, ওয়েব ডেস্ক : পুলওয়ামা ছাড়া ভারতের একাধিক জঙ্গি হামলার মূলচক্রী  "জইশ – ই- মহম্মদ" গোষ্ঠীর প্রধান মাসুদ আজহার আছে পাকিস্তানেই। দীর্ঘ টালবাহানার পর অবশেষে তা কার্যত স্বীকার করে নিয়েছিল পাক মন্ত্রণালয়। গত শুক্রবার পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি একটি সাক্ষাৎকারে তা স্বীকার করে নিয়েছিলেন। তার বক্তব্য অনুযায়ী মাসুদ আছে পাকিস্তানেই। তবে সে শারীরিক ভাবে খুবই অসুস্থ।শরীরের অবস্থা এতটাই খারাপ যে বাড়ি থেকে বেরানোর অবস্থায় নেই তিনি।

যদিও পরবর্তী সময়ে সম্পূর্ণ অন্য একটি তথ্য প্রকাশ‍্যে এসেছে। জানা গেছিলো দিনকয়েক আগে পাকিস্তানের সেনাবাহিনীর হাসপাতালে ভর্তি হয়েছে মাসুদ। তার কিডনি বিকল হয়েছে, চলছে ডায়ালিসিস।

যদিও পাকিস্তান সূত্রের দাবি মারা গেছেন মাসুদ। গতকাল শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেছেন “জইশ ” প্রধান।

ইতিমধ্যে তার মৃত্যুর খবরে ছেয়ে গেছে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট গুলি।যদিও পাক সরকারের তরফে এখনও এবিষয়ে বিশেষ কিছু জানানো হয়নি।

Post a Comment

0 Comments