ads

কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানের উদ্বোধন করলেন আচার্য তথা পশ্চিমবঙ্গের রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী | UBG NEWS

UBG NEWS, কোচবিহার : ঘোষণা সত্ত্বেও কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বার্ষিক সমাবর্তন অনুষ্ঠানে ডিলিট সম্মানে ভূষিত করা গেল না মতুয়া মহাসঙ্ঘের প্রধান বড়মা বীণাপাণি দেবী কে। মঙ্গলবার রাত ০৮:৫২ নাগাদ এসএসকেএম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার প্রতি শোক জ্ঞাপন করেই বুধবার কোচবিহার উৎসব অডিটরিয়ামে সম্পন্ন হল বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান।

এদিন এই সমাবর্তন অনুষ্ঠানের উদ্বোধন করেন কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা পশ্চিমবঙ্গের রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। এছাড়াও উপস্থিত ছিলেন পদ্মশ্রী, পদ্মভূষণ প্রাপ্ত বিজ্ঞানী অধ্যাপক বিকাশ সিনহা, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, বনমন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন প্রমূখ।
এবছর জেলার বিশিষ্ট শিক্ষক হিসেবে সম্মানিত হন তুফানগঞ্জ কলেজের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক অমল মন্ডল। এছাড়াও এই বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত ১৫টি কলেজের এন এস এস প্রোগ্রামার হিসেবে বেস্ট এন এস এস প্রোগ্রাম অফিসারের সম্মানে ভূষিত হন তুফানগঞ্জ মহাবিদ্যালয় এর প্রোগ্রাম অফিসার স্বপন দে। এর পাশাপাশি জেলার বেস্ট এন এস এস ভলান্টিয়ার হিসেবে সম্মানিত হন কোচবিহার কলেজের সীমা বর্মন। সমাবর্তন মঞ্চে তাদেরকে এই সম্মান প্রদান করেন রাজ্যপাল।
এবছর স্নাতক এবং স্নাতকোত্তর বিভাগে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের মধ্যে ৫৬জন কে দেওয়া হয় স্বর্ণপদক এবং ৬৬ জন পান রৌপ্য পদক। মোট ১২১জন কে এই পদক তুলে দেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। পাশাপাশি স্নাতকোত্তর স্তরে উত্তীর্ণ ১০৪৮ জন এবং স্নাতক স্তরে উত্তীর্ণ ৩৮৫৪ জনকে শংসাপত্র প্রদান করা হয়।
কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী বলেন, মাত্র ৬ বছরের মধ্যেই পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় অনেকে এগিয়ে গিয়েছে। এই বিশ্ববিদ্যালয় যা কাজ করছে তা প্রশংসনীয়। অল্প সময়ে আনেক পরিকাঠামো ও শিক্ষার মান উন্নয়ন হয়েছে। এখন আগের থেকে আনেক পড়ুয়ার সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। তিনি আরও বলেন বীণাপাণি দেবী অর্থাৎ বড়মার আকস্মিক প্রয়াণে শোকাহত তিনি, এটাই দুঃখের যে তার হাতে এই ডিলিট সম্মান তুলে দেওয়া গেল না।

কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেব কুমার মুখোপাধ্যায় বলেন, এবছর এই সমাবর্তনে ডি লিট উপাধিতে ভূষিত করার কথা ছিল মতুয়া মহাসঙ্ঘের প্রধান বীণাপাণি দেবী কে। কিন্তু তার এই আকস্মিক মৃত্যুতে তাকে আর এই সম্মান প্রদান করা গেল না। বড়মার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন উপাচার্য।

Post a Comment

0 Comments