ads

নগ্ন হয়ে বাইক চালিয়ে বিমানবন্দরে যুবতী !তারপর যা হল। UBG NEWS


UBG NEWS, নিউজ ডেস্ক : বিমানবন্দর চত্বরে নগ্ন অবস্থায় বাইক চালিয়ে প্রবেশের অপরাধে এক নারীকে গ্রেফতার করেছেন ইন্দোনেশিয়ার পুলিশ। দেশটির পশ্চিম কালিমান্থানের পন্তিয়ানাকে অবস্থিত সুপাদিও আন্তর্জাতিক বিমানবন্দরে রবিবার ঘটেছে এমন ঘটনা।

নগ্ন অবস্থায় বাইক চালিয়ে বিমানবন্দর এলাকায় প্রবেশের সময় নারীর ছবি ও ভিডিও ফুটেজ এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

বিমানবন্দরের পুলিশ প্রধান ফিরা মিয়াদার হাসান বলেন, 'আর এস' হিসেবে চিহ্নিত ওই নারীর মানসিক অবস্থা সম্পর্কে আমরা এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারিনি। আমরা এখন তার আত্মীয়-স্বজনকে খুঁজে বের করার চেষ্টা করছি।

বিমানবন্দরটির নিরাপত্তা বিভাগের প্রধান জুলব্রিতো পরে জানিয়েছেন, তাদের সঙ্গে ওই নারীর একজন বন্ধু যোগাযোগ করেছেন।

ওই বন্ধুটির সঙ্গে জি. তানজুং পুরায় একটি ভাড়া বাসায় থাকেন 'আর এস'। ওই বন্ধুটি তাদের জানিয়েছেন, তিনি আর এসকে বাসায় নিয়ে যাবেন।

Post a Comment