ads

মধুচক্র চালানোর অভিযোগ, আটক বাড়ি মালিক সহ দুই | UBG NEWS

UBG NEWS, কোচবিহার : কোচবিহার ২ নং ব্লকের পুর্ব খাগড়াবাড়ি এলাকায় মধুচক্র চালানোর অভিযোগে বাড়ির মালিক সহ দুইজন কে আটক করল পুন্ডিবাড়ি থানার পুলিশ।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় বিয়ের ভবন ভারা দেওয়ার নাম করে অভিযুক্ত দয়াল রায় মধুচক্রের আসর চালাচ্ছিলেন। বেশ কিছু দিন ধরেই ওই ভবনে কয়েকজন ছেলে মেয়ে আসা যাওয়া করতো। বিষয়টি বাড়ি মালিককে একাধিকবার জানানো সত্ত্বেও কোনও লাভ হয়নি বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।

এদিন ওই এলাকার বাসিন্দারা এক হয়ে ওই ভবন বাড়িতে ঢুকে পুন্ডিবাড়ি থানায় খবর দেয়, পরে পুলিশ এসে অভিযুক্ত ভবন মালিক সহ দু'জন কে আটক করে।

স্থানীয় এলাকার এক মহিলা অঞ্জনা দাস অভিযোগ করে বলেন, অনেক দিন থেকেই এখানে ছেলে মেয়েরা এসে থাকে। সবাই দেখে আজকে ফাঁকা পেয়েছে সবাই তাদের কে ধরেছে। এখানে খারাপ কাজ হয়। এটা বলছে বিয়ের ভবন কিন্তু এটা এখন খারাপ কাজের ভবন।প্রায় কয়েক মাস ধরে চলছে এই কাজ গুলি। পাড়ার লোকেরা শুধু দেখেই যাচ্ছে। আজকে সবাই হাতে নাতে ধরে পুলিশে খবর দিলে পুলিশ এসে তুলে নিয়ে যায়।

এই বিষয়ে বাড়ির মালিক দয়াল রায় বলেন, এখানে নেট করতে এরা এসেছিল। আমার বাড়ির পুরো বিল্ডিং এ নেটের লাইন রয়েছে। আমার ছেলের বন্ধুরা এখানে নেট এবং প্রোগ্রামিং এর কাজ করতে আসে। প্রায় দুই মাস থেকে আমার ছেলের বন্ধুরা এখানে আসে।

এদিকে মধুচক্র থেকে আটক যুবক শিবশঙ্কর সরকার বলেন, আজকে এখানে এসে কোন কাজ করতে পারিনি, লোকজন এসে দরজা নক করছে।

যদিও যুবকের সাথে আসা ওই মহিলার নাম জানা না গেলেও, তাঁর বাড়ি পুন্ডিবাড়ি এলাকায় বলে সূত্রে খবর।

Post a Comment

0 Comments