ads

নারী তুমি জেগে উঠো I UBG NEWSশুক্লা বিশ্বাস, ইসলামপুর : আন্তর্জাতিক নারী দিবসে'' স্বনির্ভর গোষ্ঠীর ব্যবস্থ্যাপনায়  গোধুলী বেলায় একটি কথোপকথন এর আয়োজন করল ইসলামপুর মহকুমার কালানাগীন উওর পাড়া। উদ্বোধনী সংগীত ও মোমবাতি প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সুচনা হয়। অনুষ্ঠানের আয়োজক স্বনির্ভর গোষ্ঠী দলের ৪ নং দলনেত্রী শুক্লা বিশ্বাস। আলোচনার মুল বিষয় বস্তু ছিল " লেডিস ফাস্ট "। পুরুষ শাসিত সমাজ ব্যবস্থায় নারীদের আরোও সংঘবদ্ধ হয়ে নারী নিগ্রহের বিরুদ্ধে রুখে দাড়াতে হবার অঙ্গিকার করার আহ্বান ওঠে এদিনের কথোপকথনের মধ্য দিয়ে।
 
এদিনের কথোপকথনে সুষমা বিশ্বাস বলেন নারীদের ঘরের বাইরে বেরিয়ে আসতে হবে সব ভেদাভেদ ভুলে নারী পুরুষের সমান অধিকার কার্যক্ষেত্রে তার প্রমাণ দিতে হবে সব থেকে বড় কথা নিজেদেরকে আসুন ভালবাসতে শিখি। দলীয় নেত্রী শুক্লা বিশ্বাস বলেন  আসুন না নারী পুরুষ  নয় আমরা প্রত্যেক এই মানুষ হিসেবে বাঁচি। 

এদিনের আলোচনায় উপস্থিত ছিলেন বাচিক শিল্পী সুষমা  বিশ্বাস, নৃত্যশিল্পী জয়া বিশ্বাস, কোষাধক্ষ্য মুক্তা মন্ডল, অসীমা বিশ্বাস, পদ্মা বিশ্বাস, সুলতা কাঞ্জিলাল , আলো মন্ডল, তুলসী বিশ্বাস, মমতা বিশ্বাস,আরো অনেকে।

Post a Comment